আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনা আক্রান্ত হয়ে প্রয়াত পদ্মভূষণপ্রাপ্ত প্রখ্যাত ধ্রুপদী সঙ্গীত শিল্পী পণ্ডিত রাজন মিশ্র

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


    করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন খ্যাতনামা ধ্রুপদী সঙ্গীত শিল্পী পণ্ডিত রাজন মিশ্র। পদ্মভূষণ সম্মানে ভূষিত এই বর্ষীয়ান খেয়াল গায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হৃদযন্ত্রের সমস্যা ও কোভিড সংক্রমণ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন দিল্লির সেন্ট স্টিফেন হাসপাতালে। সেখানেই রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭০। বেনারস ঘরানার এই শিল্পীর ভাই পণ্ডিত সাজন মিশ্রও প্রসিদ্ধ সংগীত শিল্পী। জুটি বেঁধেই সংগীত পরিবেশন করতেন তাঁরা। ১৯৫১ সালে বেনারসেই জন্ম রাজন মিশ্র'র। সেখানেই বেড়ে ওঠা। দুই ভাইয়ের সংগীতের তালিম বাবা হনুমান প্রসাদ মিশ্র কাছে। পরবর্তী সময়ে তাঁদের ঠাকুরদার ভাই বড়ে রাম দাসজি মিশ্র ও তাঁদের কাকা গোপাল প্রসাদ মিশ্রও দু’জনকে সংগীত শিক্ষা দেন। ভারত তো বটেই, সারা বিশ্বের দরবারেই স্বীকৃত হয়েছে তাঁদের প্রতিভা। পদ্মভূষণের মতো সম্মান ছাড়াও তাঁরা পেয়েছেন সংগীত নাটক আকাদেমি পুরস্কার ও গন্দর্ভ জাতীয় পুরস্কার।


    আরশিকথা দেশ-বিদেশ

    ২৫শে এপ্রিল ২০২১
     

    3/related/default