আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নির্বাচনোত্তর সন্ত্রাস বরদাস্ত করা হবে না, জয়ের পর প্রদ্যোতের বার্তাঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা,আরশিকথাঃ


    এডিসি নির্বাচনে জয়লাভের পর নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে অত্যন্ত সংযমী দলের চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন কেউ যেন নির্বাচনোত্তর সন্ত্রাসে না জড়ান। কেউ যেন হিংসার পথে না যান। যদি তা হয়ে থাকে তাহলে তিনি মাঠে নামবেন। গড়ে তুলবেন প্রতিরোধ এবং অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। পাশাপাশি পুলিশকে বলবেন আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। শনিবার সন্ধ্যায় রাজ অন্দরে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে এভাবেই নিজের করা অবস্থান সম্পর্কে জানিয়ে দেন প্রদ্যোত কিশোর দেববর্মণ।

    এদিকে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এর সঙ্গে আপোষ করা হবে না বলে জানিয়ে দেন প্রদ্যোত। এডিসি বোর্ড গঠনের পর সবার আগে আর্থিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলেও মন্তব্য করেন তিনি। আর্থিক দুর্নীতির কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। তিনি সকল আঞ্চলিক দলকে তাদের সঙ্গে আসার জন্য এবং এডিসি সরকার গঠনের শামিল হবার আহ্বান জানান। যে সকল কেন্দ্রে তিপ্রা জয়ী হতে পারেনি সে সকল কেন্দ্রে বেশি করে কাজ করা হবে বলেও মন্তব্য করেন তিপ্রা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১০ই এপ্রিল ২০২১
     

    3/related/default