এবার পাহাড় দখল করল বুবাগ্রা এন্ড পার্টি। মোট ২৮টি আসনের মধ্যে ১৮টি আসন কুক্ষিগত করলো তিপ্রা মথা জোট।
শাসক দল বিজেপি-আইপিএফটি জোট মোট নয়টি আসন দখল করলো। এদিকে একটি আসনে জয়ী হয় নির্দল। উল্লেখযোগ্য ঘটনা হলো পাহাড় থেকে এবার সম্পূর্ণ ধুলিস্যাৎ হয়ে যায় কংগ্রেস এবং সিপিআইএম। এবার একটি আসনও দখলে নিতে পারেনি তারা। উল্লেখ করা যেতে পারে গত মঙ্গলবার স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়। এবারের নির্বাচনে ২৮টি আসনের জন্য লড়াই করেছেন ১৮৫ জন। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ হয় মোট ১২৪৪ টি কেন্দ্রে। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন পর্ব মোটামুটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।আরশিকথা ত্রিপুরা সংবাদ
১০ই এপ্রিল ২০২১