ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল। এদিন সকাল সাড়ে ১১টায় ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের পরিষদ ভবনে এই শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য চলতি বছর এডিসি নির্বাচন বিপুল ভোটে জয়ী হয় তিপ্রা মথা জোট। মোট ২৮টি আসনের মধ্যে তারা দখল করে নেয় ১৮টি। প্রথমবারের মতো নতুন এই দলটি পাহাড় দখল করলেও দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ইচ্ছানুযায়ী বিজয় মিছিলও করেনি তারা। নির্বাচনোত্তর সন্ত্রাস এড়াতেই বুবাগ্রার এই সিদ্ধান্ত।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৬ই এপ্রিল ২০২১