গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও চোখ রাঙাচ্ছে করোনা। করোনার বাড়বাড়ন্ত দেখে শনিবার থেকে রাজ্যের সকল সরকারি বেসরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ মাদ্রাসার ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শঙ্কার বিষয় হলো, বর্তমানে রাজ্যে মোট ৩৩৬ জন সক্রিয় করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে ২২ জন জিবি হাসপাতালে এবং ৮ জন শালবাগানস্থিত বিএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৬ই এপ্রিল ২০২১