Type Here to Get Search Results !

প্রয়াত সৌমিত্র জায়া দীপা চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। ব্যবধান মাত্র সাড়ে চার মাসের। গত বছরের নভেম্বরে চলে গিয়েছিলেন বাঙালির অন্যতম সাংস্কৃতিক আইকন কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার শনিবার রাত ২.৫৫ মিনিটে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর স্ত্রী। বয়স হয়েছিল ৮৩ বছর। রেখে গেলেন ছেলে সৌগত চট্টোপাধ্যায় ও কন্যা পৌলমী বসুকে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন দীপা চট্টোপাধ্যায়। ভুগছিলেন ডায়াবেটিসে। সম্প্রতি যোগ হয় কিডনির সমস্যা। তাঁর পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই যেন বাঁচার প্রতি আগ্রহ আরও ক্ষীণ হয়ে এসেছিল অশীতিপর দীপার। প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হওয়ার পরে মাল্টিঅর্গ্যান ফেলিওর হয়ে গিয়েছিল সৌমিত্রর। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি শরীর। অবশেষে শনিবার মধ্যরাতে কিডনি বিকল হয়ে প্রয়াত হলেন সৌমিত্র-জায়াও।কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিলোজফিতে স্নাতক দীপা ছিলেন এক সময়ের খ্যাতিমান ব্যাডমিন্টন খেলোয়াড়ও। এই খেলায় বহুদিন বাংলার প্রতিনিধিত্ব করেছেন তিনি। সৌমিত্রর সঙ্গে দীপার চারহাত এক হয়েছিল ১৯৬০ সালের ১৮ এপ্রিল। প্রেম করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দু’জনে। তারপর প্রায় ছয় দশক একসঙ্গে থাকা। সেই জুটি ভেঙে গিয়েছিল গত নভেম্বরে।


আরশিকথা দেশ-বিদেশ

৪ঠা এপ্রিল ২০২১  
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.