দেশের করোনা গ্রাফ যে গতিতে উপরের দিকে উঠছে, তাতে দৈনিক আক্রান্ত পুনরায় লক্ষাধিক হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। স্রেফ গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবলে পড়েছেন ৯৩ হাজারের বেশি মানুষ। এর বেশিরভাগটাই যে মহারাষ্ট্রের সেটা বলাই বাহুল্য। তবে মহারাষ্ট্র ছাড়াও পাঞ্জাব, কর্ণাটক, কেরল, ছত্তিশগড়, চণ্ডীগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি এবং হরিয়ানার মতো রাজ্যগুলিও রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে। রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৩ হাজার ২৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে কয়েক হাজার বেশি। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ৬২৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১৩ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেক বেশি।
আরশিকথা দেশ-বিদেশ
৪ঠা এপ্রিল ২০২১