ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে সিবিএসই-র পর এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সিআইএসসিই । পিছিয়ে গেল আইসিএসই এবং আইএসসি পরীক্ষা। দশম এবং দ্বাদশের ফাইনাল পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বোর্ড। ক্লাস টেনের পরীক্ষা দেওয়ার বিষয়টি ছাত্রছাত্রীদের ঐচ্ছিক করা হল। কবে হবে পরীক্ষা, সেই সিদ্ধান্ত হবে জুনের প্রথম সপ্তাহে।দেশে কোভিড সংক্রমণ যে হারে বাড়ছে, সেই কথা মাথায় রেখেই বুধবার সিবিএসই পরীক্ষার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেয় কেন্দ্র। শুক্রবারও প্রায় একই পথে হাঁটল সিআইএসসিই । জুন মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার নয়া সূচির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরশিকথা দেশ-বিদেশ
১৬ই এপ্রিল ২০২১