দ্বিতীয় বারের জন্য করোনা আক্রান্ত বিএস ইয়েদুরাপ্পা। এর আগে গত আগস্টেও তিনি সংক্রমিত হয়েছিলেন। এবার ফের তিনি আক্রান্ত হলেন। প্রসঙ্গত, শুক্রবারই তিনি বেঙ্গালুরুর এমএস রামাইয়া হাসপাতালে ভরতি হয়েছিলেন। তাঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে মণিপাল হাসপাতালে স্থানান্তরিত করা হবে।এদিন সকালে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে একটি আপৎকালীন বৈঠকে বসেছিলেন ইয়েদুরাপ্পা। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত ২ দিন ধরে জ্বর ছিল প্রবীণ রাজনীতিকের। তবে দিন দুয়েক আগে তাঁর করোনা পরীক্ষা করা হলে পরীক্ষার ফল নেগেটিভ আসে। অবশেষে এদিন হাসপাতালে ভরতি হওয়ার পরেই নতুন করে পরীক্ষা করা হয়। তখনই দেখা যায় তিনি করোনা পজিটিভ। জ্বর ছাড়াও তিনি শারীরিক অস্বস্তিতে ভুগছেন বলে জানা গিয়েছে।
আরশিকথা দেশ-বিদেশ
১৬ই এপ্রিল ২০২১