রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের হাতে এখনও টিকার ৭৮ লক্ষ ডোজ রয়েছে এবং আগামী ৩ দিনের মধ্যে আরও ৫৮ লক্ষ ডোজ কেন্দ্রের হাতে আসবে। সেগুলিও পৌঁছে দেওয়া হবে রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে। সোমবার জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক। মে, জুন, জুলাই মাসে যে টিকা সরকারের হাতে আসবে তারও হিসাব দেওয়া হয়েছে বিবৃতিতে। সরকারের তরফে আরও জানানো হয়েছে, এখনও পর্যন্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে মোট ১৬ কোটি ৫৪ লক্ষ টিকার ডোজ সরবরাহ করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে।
আরশিকথা দেশ-বিদেশ
৩রা মে ২০২১