আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনা : দ্বিতীয় ঢেউ ঠেকাতে জোড়া মাস্কের ব্যবহার জানাল কেন্দ্র

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


    গত মার্চ থেকে করোনার দাপট অনেকটাই বেড়েছে। ভোল বদলে আরও বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে এই মারণ ভাইরাস। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে মোকাবিলায় জোড়া মাস্ক পরার পরামর্শ অনেকদিন আগেই দিয়েছিলেন বিশেষজ্ঞরা। গবেষণা বলছে, জোড়া মাস্ক পরলে সার্স-কোভ২-কে প্রতিহত করার ক্ষমতা একলাফে অনেকখানি বেড়ে যায়। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জোড়া মাস্ক ব্যবহারের উপকারিতা তুলে ধরল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। সেই সঙ্গে জানানো হল, কীভাবে মাস্ক দুটি পরা উচিত ও কী করা উচিত নয়।

    কী করবেন : দুটি মাস্কের একটি হতে হবে সার্জিক্যাল মাস্ক এবং অন্যটি দুই কিংবা তিন স্তরের কাপড়ের মাস্ক। মাস্ক দুটির নাকের জায়গাটি যেন টাইট থাকে। অর্থাৎ নোজ ক্লিপযুক্ত মাস্ক এক্ষেত্রে বেশি ভাল। শ্বাস নিতে যাতে কোনও কষ্ট না হয়, তা নিশ্চিত করুন। কাপড়ের মাস্কটি নিয়মিত ধুয়ে ফেলুন।

    কী করবেন না : কই ধরনের দু’টি মাস্ক ব্যবহার করবেন না।একই মাস্ক পরপর দু’দিন পরবেন না।


    আরশিকথা হাইলাইটস

    ১০ই মে ২০২১

     

    3/related/default