Type Here to Get Search Results !

পশ্চিম ত্রিপুরা জেলায় বিশেষ কোভিড এন্টিজেন টেস্ট সেন্টার

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, আরশিকথাঃ


পশ্চিম ত্রিপুরা জেলায় শুরু হয়েছে বিশেষ এন্টিজেন টেস্ট। আগরতলা পুর নিগমের যে সমস্ত এলাকায় কোভিড সংক্রমণের হার বেশি সেইসব এলাকাগুলিতে এই বিশেষ এন্টিজেন টেস্ট এর ব্যবস্থা করা হয়েছে। পুর নিগম এলাকাযর ফ্লাওয়ার্স ক্লাব, চিত্তরঞ্জন ক্লাব, লালবাহাদুর ক্লাব, জগহরিমুড়া হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে বিশেষ কোভিড এন্টিজেন টেস্ট সেন্টার করা হয়েছে। সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স অফিসার বা: সঙ্গীতা চক্রবর্তী,এম পি এস মৃণাল কান্তি আচার্য, ও আইডিএসপি শুভ্রাংশু সাহা এই টেস্ট সেন্টারগুলি পরিদর্শন করেন। এই পাঁচটি জায়গা ছাড়াও আগরতলা পৌরনিগম এলাকার ৫ নং ওয়ার্ড, ১২ নং ওয়ার্ড, ৪৫,৪৬ এবং ২১ নং ওয়ার্ডেও বিশেষ অভিযান এর ব্যবস্থা করা হয়েছে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

১০ই মে ২০২১