দেশে করোনা শুরুর প্রথম দিন থেকেই মহামারী মোকাবিলায় একের পর এক দৃষ্টান্ত তৈরি করেছে কেরালা। এবার জেল বন্দিদের মধ্যে করোনা সংক্রমণ ঠেকাতে কেরলে প্রায় ৫৬৮ জন সাজাপ্রাপ্ত আসামীকে প্যারোলে মুক্তি দিল কেরল সরকার। জেলবন্দিদের মধ্যে করোনা সংক্রমণ ঠেকাতে সম্প্রতি দেশের শীর্ষ আদালত গতবারের মতো এবারও জেল থেকে বন্দিদের প্যারোলে মুক্তি দেওয়ার মতো ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে । আসলে সংক্রমণ রুখতে এই মুহূর্তে জেলে ভিড় কমাতেই এমন নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের সেই নির্দেশের পথে হাঁটল কেরল সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, ৫৬৮ জন বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়ার পাশাপাশি ৯২৩ জন দণ্ডিত অন্য বন্দীদেরও অস্থায়ীভাবে মুক্তি দেওয়া হতে পারে এবং প্রায় ৩৫০ রিমান্ড বন্দিকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দেওয়া হতে পারে।
আরশিকথা দেশ-বিদেশ
১০ই মে ২০২১