Type Here to Get Search Results !

চিকিৎসা সামগ্রী বোঝাই যুদ্ধজাহাজ বিশাখাপত্তনমে এল সিঙ্গাপুর থেকে

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


দেশেজুড়ে করোনার ভয়াবহ পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা মেটাতে জলপথে সিঙ্গাপুর থেকে ৮ টি ক্র্যায়োজনিক অক্সিজেন কন্টেইনারে অক্সিজেন এসে পৌঁছলো বিশাখাপত্তনমে।করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় নৌসেনা পণ্যবাহী জাহাজ আইএনএস ঐরাবত মোট আটটি ক্র্যায়োজনিক অক্সিজেন কন্টেইনার নিয়ে সোমবার সিঙ্গাপুর থেকে বিশাখাপত্তনমে এসে পৌঁছায়। সিঙ্গাপুর থেকে সরবরাহ করা মেডিক্যাল সরঞ্জামের মধ্যে রয়েছে ৩,১৫০ টি খালি অক্সিজেন সিলিন্ডার, ৫০০ টি ভরা অক্সিজেন সিলিন্ডার, ৭ টি অক্সিজেন কনসেন্ট্র্বটর, ১০,০০০ হাজার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট এবং ৪৫০ টি পিপিই কিট।


আরশিকথা দেশ-বিদেশ

১০ই মে ২০২১