শুক্রবার (১৪ মে) অক্ষয় তৃতীয়ার সন্ধ্যা থেকে রাজধানীর জগন্নাথ জিউর মন্দিরে শুরু হলো চন্দন যাত্রা উৎসব। তবে কোভিড পরিস্থিতির কারণে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যান্য বার চন্দন যাত্রা উপলক্ষে জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে বসে মেলা। এবছর কোভিডের কারণে স্থগিত রয়েছে মেলাও। মন্দিরে বিধি মেনেই হচ্ছে বিশেষ পূজার্চনা। জনসমাগমে নিষেধাজ্ঞা থাকলেও প্রতিদিন সন্ধ্যায় বিশেষ পূজা চলবে বলে জানান গৌড়ীয় মঠের মহারাজ ভক্তি কমল মহারাজ। এদিকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে শুক্রবার সকালে লক্ষ্মীনারায়ণ মন্দিরে চলে হালখাতা যাত্রা। সকাল থেকে হালখাতা যাত্রা চললেও কোভিডের বাড়বাড়ন্তে জনসমাগম ছিল খুবই সীমিত। যদিও সামাজিক দূরত্ব বজায় রেখেই হালখাতা যাত্রা করিয়েছেন পুরোহিতরা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট / পুরনো ফাইল চিত্র
১৫ই মে ২০২১