Type Here to Get Search Results !

দেশ সর্বশক্তি দিয়ে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


দেশে উন্নত প্রযুক্তি ব্যবহার করে অক্সিজেনের ঘাটতি মেটানোর চেষ্টা করা হচ্ছে, নতুন নতুন প্লান্ট তৈরি হচ্ছে। শুক্রবার ভিডিও কনফারেন্সে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে জানালেন, এখনও পর্যন্ত দেশে কত সংখ্যক টিকা দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের কোভিড মোকাবিলায় একাধিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তার মধ্যে অন্যতম, দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেনের ঘাটতি মেটাতে নতুন প্রযুক্তিতে দ্রুত অক্সিজেন প্লান্ট তৈরি করা হচ্ছে। সেইসঙ্গে দেশের তিন সেনাবাহিনী সেই অক্সিজেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে ঝাঁপিয়েছে। শুধু তাই নয়, রেল বিভাগও অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে বলে শুক্রবার একথা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী আরও দাবি করেন, দেশ সর্বশক্তি দিয়ে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।শুধু অক্সিজেন উৎপাদন বা পরিবহণই নয়, জরুরি ওষুধ উৎপাদনও কয়েক গুণ বাড়ানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।


আরশিকথা দেশ-বিদেশ

১৪ই মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.