" মাতৃভাষার তরে"
শহীদ - সুনীল কমলা হিতেশ তরণী
১৯ এর শিলচরে বাঙলা মায়ের
তোমরা এগারো বিদ্রোহী সন্তান
মাতৃসন্মান আর মাতৃভাষার তরে
দিয়েছ আত্মবলিদান---
তোমাদের সেলাম, তোমাদের সেলাম॥
রাজপথে সাঁজোয়া গাড়ি
বুলেট আর বেয়নেটের আস্ফালন
ভাসিয়ে নিয়ে গেছে নি:শব্দ রাত
বরাক সুরমা আর মেঘনার কলস্বন॥
আকাশে উড়েছে পশ্চিমের শকুন
খুঁজেছে বাংলাভাষীর গলিত দেহ
হায়নার খিদে মেটেনি তবু
গিলেছে নারী গিলেছে শিশু
ছাড় পায়নি কেহ॥
হায়রে বাংলা হায়রে বাঙালী
হায়রে মোদের মাতৃভাষা
দিকে দিকে আজ সঙ্কটে তুমি
কেন এই জিঘাংসা?
আমরা তোমার শেষ প্রহরী
হানবো আঘাত তোমার তরে
চরণে তোমার রক্তাজ্ঞলি দেব
মাতৃভাষা সোনার ভাষার প'রে॥
- সসীম আচার্য, ত্রিপুরা
২০শে মে ২০২১