আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আটকে পড়া ৩৩ বাংলাদেশি হিলি দিয়ে দেশে ফিরলেন

    আরশি কথা

    আবু আলী, ঢাকা, আরশিকথা ॥

    ভারতে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা তিন দিন অপেক্ষার পর অবশেষে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন। বুধবার দুপুরে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং করোনার নেগেটিভ সনদ নিয়ে তারা বাংলাদেশে ফিরে আসেন। ইমিগ্রেশন, কাস্টমস এবং স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিকতা শেষে তাদের স্থানীয় তিনটি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সেখানে নিজ খরচে অবস্থান করবেন। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, করোনার কারণে গত ১২ মে সরকার ভারতে অবস্থান করা বাংলাদেশি পাসপোর্টযাত্রীদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয়। এরই আলোকে বুধবার দুপুরে ভারতে অবস্থান করা ৩৩ জন বাংলাদেশি পাসপোর্টযাত্রী কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং ৭২ ঘণ্টার মধ্যে করোনার সনদ নিয়ে হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন। এসময় তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ভারতে গিয়ে আটকা পড়েন। সূত্র জানায়, গত বছরের ২৩ মার্চ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় এক বছর দুই মাস পর গত ১৬ মে এই ইমিগ্রেশন সার্ভিস পুনরায় চালু হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর এ আলম বলেন, ‘ভারত থেকে ফেরা বাংলাদেশিদের র‌্যাপিড কিটের মাধ্যমে করোনা টেস্ট করানোর পর উপজেলার আবাসিক হোটেল ভিআইপিতে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এদের মধ্যে যারা করোনা টেস্টে পজিটিভ আসবেন, তাদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে এবং জরুরি রোগীদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেলে পাঠানো হবে।’


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ১৯শে মে ২০২১
     

    3/related/default