আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রকাশ্যে চাঞ্চল্যকর নথিঃ চিন করোনাকে ‘জৈব অস্ত্র’ হিসাবে ব্যবহার করার ছক কষেছিল পাঁচ বছর আগেই

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


    ‘সার্স করোনা ভাইরাস’ নিয়ে চিনের অনেক গোপন পরিকল্পনা ফাঁস হয়ে গেল। লি-মেং ইয়ান নামের চিনা ভাইরোলজিস্টের দাবি ঘিরে এখন তোলপাড় গোটা বিশ্ব। চিনা ভাষায় লেখা কিছু নথি তিনি ইংরেজিতে অনুবাদ করে টুইট করেছেন। সেখানে উল্লেখ রয়েছে ‘সার্স-কোভ-২’ ভাইরাসটি চিনের সরকারি গবেষণাগারে তৈরি করা হয়েছে। এবং চিনের সামরিক বিভাগের বিজ্ঞানীরা সার্স করোনা ভাইরাসকে জৈব হাতিয়ার রূপে ব্যবহারের বিষয়ে আলোচনা করছেন। শুধু তাই নয়, জৈব অস্ত্র দিয়েই নাকি তৃতীয় বিশ্ব যুদ্ধে লড়াই হবে। ২০১৫ সালে এই আলোচনা যখন হয়, তখন বিশ্বে করোনার অতিমারির কথা সাধারণ মানুষের কেউ ভাবেননি। তার প্রায় ৫ বছর পর বিশ্ব জুড়ে শুরু হয়ে যায় করোনা ভাইরাসের তাণ্ডব। এই নথি প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে গোটা বিশ্বে। তবে চিনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।


    আরশিকথা দেশ-বিদেশ

    ৮ই মে ২০২১
     

    3/related/default