বাড়িতে বসেই করোনা পরীক্ষার সুযোগ পাবেন কলকাতাবাসী। শনিবার এমনই ঘোষণা করলেন শহরের পুরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, ৯৮৩১০৩৬৫৭২ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানিয়ে দিলেই পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা বাড়িতে এসে নমুনা নিয়ে যাবেন। এবং এই পরীক্ষা হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি কেউ করোনা আক্রান্ত হলে পুরসভা সেই রোগীর পাশে থাকবে এবং প্রয়োজনীয় সাহায্য করবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।
আরশিকথা দেশ-বিদেশ
৮ই মে ২০২১