আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গুজরাতে দেশের প্রথম ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কিশোর

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের সংখ্যা। এই ব্ল্যাক ফাঙ্গাসের কামড় থেকে বাদ পড়ছে না শিশু-কিশোররা। গুজরাতের ১৫ বছরের এক কিশোর সম্প্রতি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে। করোনা জয় করার কয়েক সপ্তাহ পরেই এই সংক্রমণ ধরা পরে। আমেদাবাদের শিশু রোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি তাদের দেখা প্রথম ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কিশোর।গুজরাতের এক শিশু রোগ বিশেষজ্ঞ জনিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ওই কিশোর ১৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়। টানা ১০ দিন আইসিইউ-তে রাখা হয় তাকে। অক্সিজেন, রেমডেসিভির পাশাপাশি স্টেরয়েড দেওয়া হয়েছিল এবং ২৮ এপ্রিল ওই কিশোর করোনামুক্ত হন। এবং তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। এক সপ্তাহ পরে হটাৎ দাঁতে ব্যথা এবং তালুতে একটি ছোট আলসার জাতীয় লক্ষণ পাওয়া যায়, যা শেষ পর্যন্ত মিউকরমায়োসিস হিসাবে দেখা গেছে। তিনি আরো বলেন, অবশেষে ওই কিশোরের একটি ছোট অপারেশন করতে হয়। মুখের ডান দিকের চোয়ালের দাঁত সরিয়ে দিয়ে সাইনাস পরিষ্কার করা হয়। তার অবস্থা এখন স্থিতিশীল এবং আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এটা বাচ্চাদের হওয়া প্রথম ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ।


    আরশিকথা দেশ-বিদেশ

    ২৩শে মে ২০২১
     

    3/related/default