Type Here to Get Search Results !

ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


বিভিন্ন সময় নানা মন্তব্যের কারণে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়। এবার সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে গিরিশ পার্ক থানায় দায়ের হল এফআইআর। বিভাস রায়চৌধুরী নামে এক ব্যক্তি থানায় রবিবার ওই বিজেপি নেতার নামে অভিযোগ দায়ের করেছেন। পশ্চিমবঙ্গের ভোটপর্ব বেশ কিছুদিন আগেই সম্পন্ন হলেও টুইটে রাজ্যের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন তথাগত রায়। কখনও আবার নিজের দলীয় নেতৃত্বের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন। কটাক্ষ করেছেন বিজেপির হয়ে ভোটে দাঁড়ানো টলিউডের অভিনেত্রীদেরও। তবে গত কয়েকদিনে নিজের টুইটার হ্যান্ডেল থেকে তৃণমূল সরকারকে একাধিকবার বাক্যবাণে বিদ্ধ করেছেন তথাগত। এমনকী পরপর বেশ কিছুদিন ভিডিও কিংবা খবরের প্রতিবেদনও শেয়ার করেছেন। সেরকমই একটি পোস্টের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।


আরশিকথা দেশ-বিদেশ

২৩শে মে ২০২১