Type Here to Get Search Results !

হত্যার তদন্তে অসহযোগিতার অভিযোগ সুশীল কুমারের বিরুদ্ধে, গ্রেপ্তার আরও ৪

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


আরও চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হল কুস্তিগির সাগর রানা হত্যার ঘটনায় । তাদের প্রত্যেকেই হরিয়ানার বাসিন্দা। রানার খুনের ঘটনায় অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের সঙ্গে তারাও জড়িত বলে জানিয়েছে দিল্লি পুলিশ। একইসঙ্গে পুলিশের দাবি, হেফাজতে থাকা সুশীল কুমার তদন্তে কোনওরকম সাহায্য করছেন না। বারবার বদল করছেন নিজের বয়ান। রোহিনি জেলার ডিসিপি প্রণব তলয় জানাচ্ছেন, পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা করলেও শেষমেশ সফল হননি চার ধৃত। এঁরাই সুশীলের সঙ্গে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে হাজির ছিলেন। অভিযোগ, সেখানেই সুশীলের সঙ্গে হাত মিলিয়ে সাগরকে মারধর করেন তারা। এমনকী রাতে সাগর ও তার সঙ্গী সোনুকে নাকি তাদের ফ্ল্যাট থেকে অপহরণ করেছিলেন এই চার জন। এদিকে, ৬ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন সুশীল কুমার। কিন্তু তদন্তে তিনি সঠিকভাবে সহযোগিতা করছেন না বলেই জানিয়েছে পুলিশ। বারবার নিজের বয়ান বদল করছেন তিনি। একটা সময় কান্নাতেও ভেঙে পড়েছিলেন। এই অপরাধমূলক গ্যাংয়ের সঙ্গে তাঁর যোগ থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তবে সুশীলের আইনজীবীর দাবি, কুস্তিগিরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।


আরশিকথা দেশ-বিদেশ

২৬শে মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.