সামান্য লাভে ক্রেতাদের মধ্যে পণ্য সামগ্রী বিতরণ করা, প্রতিটি জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে পণ্যসামগ্রীর সঠিকভাবে বন্টন করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রবিবার এক সভার আয়োজন করে অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন। ভার্চুয়াল এই সভায় উপস্থিত ছিলেন আট জেলার কো-অর্ডিনেটর এবং বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের সদস্যরা।
গুরুত্বপূর্ণ এ সভায় সামান্য লাভে পণ্যসামগ্রী বিক্রি করা, রাজ্য সরকারের বিধি-নিষেধ মেনে ব্যবসা করার বিষয়ে আলোচনা হয়। এদিকে কোন ব্যবসায়ী যাতে অসাধু পথ অবলম্বন করে ব্যবসা করতে না পারে সেদিকেও নজর রাখার আহ্বান জানানো হয় এসোসিয়েশনের পক্ষ থেকে। পাশাপাশি এসোসিয়েশনের পক্ষ থেকে অতিমারির এই সংকটের সময়ে দুস্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।এদিকে বর্তমান এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় ব্যবসায়ীদের একজোট হয়ে এগিয়ে আসার আহ্বান রাখেন এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় ।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৩শে মে ২০২১