অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সুশীল কুমারকে ৬দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। ২৩ বছরের তরুণ কুস্তিগির সাগর রানার হত্যাকাণ্ডে নাম জড়ায় সুশীলের। তাঁর পাশাপাশি গ্রেপ্তার করা হয় এই মামলার আরেক অভিযুক্ত অজয় কুমারকেও। তাঁকেও ৬দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় রোহিনী আদালত।
আরশিকথা দেশ-বিদেশ
২৩শে মে ২০২১