মে মাসের ৫ থেকে ১৯ তারিখ পর্যন্ত ওড়িশায় লকডাউন জারি করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। রবিবার টুইট করে সেই খবর জানিয়েছেন তিনি। প্রথম দিকে কোভিড পরিস্থিতি বেশকিছুটা সামাল দিয়েছিল ওড়িশা সরকার। তবে পুরনো সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ওড়িশায় কোভিড আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪১৩ জন। এর পরই লকডাউনের পথে হাঁটলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ভারতে করোনার ‘সুনামি’ রুখতে কড়া লকডাউনের পরামর্শ দিয়েছেন একাধিক বিশেষজ্ঞ। যদিও প্রধানমন্ত্রী জানিয়েছেন, লকডাউন একেবারে শেষ অস্ত্র। তবে ঝুঁকি নিতে চাইছে না কোনও রাজ্য। তাই সংক্রমণের শৃঙ্খল ভাঙতে লকডাউনের পথে হাঁটছে একাধিক রাজ্য।
আরশিকথা দেশ-বিদেশ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২রা মে ২০২১