সূচি অনুযায়ী আগামী ১৮ এবং ১৯ মে থেকে যথাক্রমে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। করোনা পরিস্থিতির কারণে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা স্থগিত রেখেছে। শনিবার পর্ষদের এক বৈঠকের পর সর্বসম্মতিক্রমে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানান পর্ষদ সভাপতি ড: ভবতোষ সাহা। পরবর্তী সময় যথাসময়ে দুই সপ্তাহের নোটিশ দিয়ে পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১লা মে ২০২১