দেশের দুর্দিনে গ্লেমার জগতকে বিদায় জানিয়ে গভীর জঙ্গলে ডেরা জমিয়েছেন মায়ানমারের বিউটি কুইন টার টেট টেট। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে বন্দুক হাতে একটি ছবি পোস্ট করেছেন ৩২ বছরের ওই যুবতী। নিজের ফেসবুকে প্রোফাইলে তিনি লেখেন, “লড়াই করার সময় এসেছে। আপনার হাতে অস্ত্র, কলম, কি-বোর্ড বা টাকা যাই থাকুক না কেন, তা দিয়ে গণতন্ত্র ফেরানোর লড়াইয়ে যোগ দিন। সবাই সহযোগিতা করলে তবেই এই বিপ্লব সফল হবে।” উল্লেখ্য, ২০১৩ সালে থাইল্যান্ডে ‘নিস গ্র্যান্ড ইন্টারনেশনাল বিউটি পেজেন্ট’-এ ৬০জন প্রতিযোগীকে পরাজিত করে সেরা সুন্দরীর খেতাব জয় করেছিলেন তিনি।
# বিজ্ঞাপন #
এবার দেশের সেনাশাসকদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালানোর উদ্দেশ্যে এক বিদ্রোহী সংগঠনে যোগ দিয়েছেন তিনি। তাঁর এহেন কাজে প্রশংসার ঝড় বয়ে গিয়েছে নেটদুনিয়ায়।
আরশিকথা দেশ-বিদেশ
১৩ই মে ২০২১