করোনা সংকটে যে সমস্ত শিশু বাবা-মাকে হারিয়েছে তাদের জন্যে বড় সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, করোনার কারণে যে সমস্ত বাচ্চা পিতামাতা বা অভিভাবকদের হারিয়েছে, তারা প্রতিমাসে ৫০০০ টাকা পাবে। এছাড়াও সরকার তাদের শিক্ষার দায়িত্ব নেবে এবং তাদের নিখরচায় রেশন সরবরাহ করবে।
# বিজ্ঞাপন #
পাশাপাশি ওই পরিবারগুলির কোনো সদস্য ব্যবসা করতে চাইলে সরকারি গারান্টিতে লোন দেওয়া হবে।
আরশিকথা দেশ-বিদেশ
১৩ই মে ২০২১