ভারতে ক্রমশঃ নিম্নমুখী হচ্ছে করোনার গ্রাফ। দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ২ লক্ষের নিচে। কমেছে মৃতের সংখ্যাও। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন। সোমবারের তুলনায় আক্রান্তের সংখ্যা এদিন অনেকটাই কম। সোমবার ২ লক্ষ ২২ হাজার ৩১৫ জন আক্রান্ত হয়েছিলেন। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর দৈনিক আক্রান্তের সংখ্যা টপকে গিয়েছিল ৪ লক্ষের গণ্ডি। এদিনের পরিসংখ্যান অনেকটাই আশার আলো জাগিয়েছে। গত ২৪ ঘণ্টায় কমেছে মৃতের সংখ্যাও। সোমবার যেখানে ৪ হাজার ৪৫৪ জনের মৃত্যু হয়েছিল সেখানে মঙ্গলবারের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে এদিন সুস্থতার হারও অনেক বেশি। মঙ্গলবার সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৮৫০ জন। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৮৭৪ জন।
আরশিকথা দেশ-বিদেশ
২৫শে মে ২০২১