মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের গরীব ও প্রয়োজন রয়েছে এমন সাত লক্ষ পরিবারকে করোনাকালীন সময়ে ডিবিটি'র মাধ্যমে এক হাজার টাকা করে প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য রাজ্য সরকারের ৭০ কোটি টাকা ব্যয় হবে। মঙ্গলবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এ সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের কৃষকদের কাছ থেকে ২০২০-২১ অর্থবর্ষের দ্বিতীয় পর্যায়ে ন্যূনতম সহায়ক মূল্যে কুড়ি হাজার মেট্রিক টন ধান ক্রয় করার অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরো জানান, ন্যূনতম সহায়ক মূল্য ১৮ টাকা ৬৮ পয়সা প্রতি কেজি দরে এই ধান ক্রয় করা হবে। শ্রীনাথ জানান, বর্তমান রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে কৃষকদের আয় বৃদ্ধির জন্য অনেকগুলি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনার সিদ্ধান্ত। রাজ্য সরকার এখন পর্যন্ত রাজ্যের কৃষকদের কাছ থেকে মোট ৬০ হাজার মেট্রিক টন ধান ক্রয় করেছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৫শে মে ২০২১