ভয়াবহ করোনার সংক্রমণের রাশ টানতে ভরসা একমাত্র ভ্যাকসিন। সেই কারণে আপাতত বিদেশে ভ্যাকসিন রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু দেশের মানুষের কথা ভেবে নেওয়া এই পদক্ষেপের জেরে চরম সমস্যার মুখে পড়েছে বিশ্বের ৯১ টি দেশ। এবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মূলত সেই সমস্ত দেশ সমস্যায় পড়েছে যারা প্রধানত সিরাম ইন্সটিটিউটের কোভিশিল্ড এবং ওই সংস্থাতে তৈরি হতে চলা নোভোভ্যাক্সের অপেক্ষায় রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক তথা ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ডা. সৌম্যা স্বামীনাথন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ভ্যাকসিনের ঘাটতির কারণে ৯১ টি দেশ চরম সমস্যায় পড়েছে। যেহেতু অ্যাস্ট্রাজেনেকার টিকা নির্মাণকারী সংস্থা সিরাম ইন্সটিটিউট ভ্যাকসিন পাঠাতে বা তার বদলে বিকল্প ব্যবস্থার সংস্থান করে উঠতে পারেনি, সেই কারণে সমস্যা তৈরী হয়েছে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই ঘটনার জেরে আফ্রিকার মতো একাধিক দেশ বিপদের সম্মুখীন যেখানে করোনার B.1.617.2 স্ট্রেনটি বিপজ্জনকভাবে প্রভাব বিস্তার করছে। তিনি আরো বলেন, ভ্যাকসিনের এমন অসম বন্টন হলে খুব শীঘ্রই আমরা দেখতে পাব বেশ কিছু দেশকে স্বাভাবিক ছন্দ ফিরে পেতে। কিন্তু বহু দেশ করোনা ভাইরাসের পরবর্তী ঢেউয়ের ধাক্কায় প্রবলভাবে বিপর্যস্ত হয়ে পড়বে।
আরশিকথা দেশ-বিদেশ
৩১শে মে ২০২১