Type Here to Get Search Results !

রাজ্যে উল্লেখযোগ্যভাবে কমছে করোনা সংক্রমণের হার : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


রাজ্যে উল্লেখযোগ্যভাবে কমছে সংক্রমণের হার। ২৯ মে গোটা রাজ্যের সংক্রমণের হার ছিল ৬.৩৯ শতাংশ। একদিনের ব্যবধানে ৩০ মে সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ২.৫১ শতাংশ। সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, রাজ্যের ৪৫ ঊর্ধ্বে ৮৯ শতাংশ নাগরিকদের টিকাকরণ সম্পন্ন হয়েছে। যেখানে জাতীয় গড় ৩৫ শতাংশ। এক্ষেত্রে গোটা দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শীর্ষে রয়েছে ত্রিপুরা। তিনি পশ্চিম ত্রিপুরাসহ আগরতলা পুর নিগমের করোনা সংক্রান্ত পরিসংখ্যান জানাতে গিয়ে বলেন, গত ২৯ মে পশ্চিম ত্রিপুরা জেলার সংক্রমণের হার ছিল ১৬.৬৭ শতাংশ। ৩০মে তি কমে হয়েছে ৩.১২ শতাংশ। আগরতলা পুর নিগম এলাকায় গত ২৯ মে সংক্রমণের হার ছিল ১৭.৪৮ শতাংশ, 30 মে তা কমে হয়েছে ৬.৪০ শতাংশ। তিনি আরো জানান, রাজ্যের ৪৫ ঊর্ধ্বে ৯০ হাজার মানুষের টিকাকরণ হয়েছে। শতাংশের নিরিখে ৮৬.৩ শতাংশ এবং ষাটোর্ধ্ব ৬৪ হাজার ৫৩৯ জনের টিকাকরণ হয়েছে। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরো জানান, রাজ্যের ১৬ লক্ষ, ৬ হাজার, ৪৫৬ জনের কোভিড টিকাকরণ এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ ১০ লক্ষ, ৯৮ হাজার, ৮১৮ জন এবং দ্বিতীয় ডোজ ৫ লক্ষ, ৭ হাজার ৬৩৮ জন নিয়েছেন। যা মোট জনসংখ্যার ৪০.৭ শতাংশ। তিনি জানান, বর্তমানে রাজ্যে ২ লক্ষ,৭৩ হাজার, ৩৯০ ডোজ টিকা মজুদ রয়েছে। আরো ১ লক্ষ, ৯২ হাজার ৮৫০ টি ভ্যাকসিন আগামী জুন মাসে আসবে। তিনি জানান, গতকাল রাজ্যে ১৫ হাজার ৬৮৩ জনের কোভিড পরীক্ষা করা হয়েছে। যা দৈনিক পরীক্ষার নিরিখে এখন পর্যন্ত সর্বোচ্চ।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

৩১শে মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.