করোনা রোগীদের মৃতদেহ প্লাস্টিকে মুড়ে নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানগুলিতে৷ একের পর এক দেহ প্লাস্টিকে মুড়ে বৈদ্যুতিক চুল্লিগুলিতে দাহের জেরে বিপত্তি৷ মাঝে মধ্যে বিকল হয়ে যাচ্ছে বৈদ্যুতিক চুল্লি। এর জেরেই এবার নয়া সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। করোনা রোগীদের মৃতদেহ সত্কারে আর প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হবে না। তার বদলে ব্যবহার করা হবে সুতির ব্যাগ।প্রতিদিন এরাজ্যেও হাজার-হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। একইসঙ্গে মৃত্যু হচ্ছে শতাধিক করোনা রোগীর। মৃত করোনা রোগীর থেকে আরও কারও মধ্যে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য তৎপরতা নেওয়া হচ্ছে হাসপাতালগুলিতে। করোনায় মৃত্যু হলে দেহ প্লাস্টিকে মুড়ে ফেলা হচ্ছে। পরে সেই প্লাস্টিক মোড়া দেহই বৈদ্যুতিক চুল্লিগুলিতে নিয়ে গিয়ে দাহ করা হচ্ছে। তবে একের পর এক দেহ প্লাস্টিকে মুড়ে দাহ করার জেরে একাধিক শ্মশানের চুল্লি গুলি বিকল হচ্ছে। গত কয়েক সপ্তাহে রাজ্যের নানা প্রান্ত থেকে এই ধরনের ঘটনা প্রকাশ্যে এসেছে। এরপরেই করোনায় মৃতদেহ দাহ নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের । করোনা রোগীদের মৃতদেহ সত্কারে আর প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হবে না। তার বদলে ব্যবহার করা হবে সুতির ব্যাগ। ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য ভবনের তরফে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে সরকারি-বেসরকারি হাসপাতালগুলিকে।
আরশিকথা দেশ-বিদেশ
১৭ই মে ২০২১