করোনার প্রবল প্রভাব পড়ল ভারতীয় অর্থনীতিতে। জানুয়ারি-ডিসেম্বরের আর্থিক কোয়ার্টারে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ১.৬ শতাংশ। জিডিপি সম্পর্কে সোমবার ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অর্গানাইজেশন এই তথ্য জানিয়েছে। সাম্প্রতিক অতীতে এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি দেশকে। ২০২০-২০২১ অর্থবর্ষে ভারতের সামগ্রিক জিডিপি বৃদ্ধির হার ৭.৩ শতাংশ কমেছে। প্রসঙ্গত ২০২০-২১ অর্থবর্ষের প্রথম দিকে করোনার লকডাউনে কার্যত তলানিতে চলে আসে আর্থিক বৃদ্ধির হার। যার জেরে অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে অর্থনীতি ২৪.৪ শতাংশের একটি চরম পতন দেখতে পায়। জুলাই-সেপ্টেম্বর অর্থনীতিতে ৭.৫ শতাংশ পতন হয়েছিল। অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারে অর্থনীতি একটু চাঙ্গা হয়েছিল। তবে সেটি মাত্র ০.৪০ শতাংশ। তারফলে গত চার দশকে এই প্রথমবার ঘরোয়া অর্থনীতিতে ৭.৩ শতাংশ হ্রাস পেয়েছে । যার ফলে কার্যত বড়সড় উদ্বেগ তৈরি হয়েছে।
আরশিকথা দেশ-বিদেশ
৩১শে মে ২০২১