বিমান দুর্ঘটনায় মৃত ‘টারজান’। কালজয়ী ইংরেজি সিনেমা ‘টারজান: দ্য এপিক অ্যাডভেঞ্চার্স’-এ টারজানের ভূমিকায় অভিনয় করেছিলেন জো লারা। আমেরিকার ন্যাশভিল শহরের অদূরেই সেসনা ৫০১ নামক একটি প্রাইভেট জেট টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই হ্রদের জলে আছড়ে পড়ে। জেটে লারা এবং তাঁর স্ত্রী গ্যেন সহ মোট সাতজন ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। মৃত্যু হয়েছে সবারই। জো লারার বয়স হয়েছিল ৫৮। তাঁর স্ত্রী গ্যেন ছিলেন এক খ্রিস্টান ‘ডায়েট গুরু’। বিখ্যাত কাল্পনিক চরিত্র টারজানের কথা ভাবলেই যার মুখ মনে পড়ে তিনি জোয়ি। পেশিবহুল চেহারার সঙ্গে সোনালি চুল এবং মিষ্টি মুখ নিয়ে গোটা দুনিয়ার নজর কেড়েছিলেন তিনি। ১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে টারজানের ২২টি এপিসোড করেছিলেন জো। এর অনেক আগে অবশ্য ‘টারজান ইন ম্যানহ্যাটান’ নামক একটা টেলি ছবি করেন। এছাড়াও প্রচুর অ্যাকশন মুভিতে কাজ করেছেন জো।
আরশিকথা দেশ-বিদেশ
৩১শে মে ২০২১