আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনা আক্রান্ত কবি জয় গোস্বামী : ভর্তি হাসপাতালে

    আরশি কথা




    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ

    করোনা আক্রান্ত কবি জয় গোস্বামী। বর্তমানে তিনি ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালে। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে  এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। জয় গোস্বামীর পরিবার সূত্রে খবর, রবিবার সকাল থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন ৬৬ বছরের কবি। জ্বর, সঙ্গে বমি। দেখা দেয় করোনার উপসর্গ। পরীক্ষা করানোর পর রাতে রিপোর্ট পজিটিভ আসে। ইতিমধ্যে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। জ্বরে কাবু হয়ে পড়েন তিনি। এরপর আর ঝুঁকি নেয়নি পরিবার। রাতেই ভরতি করানো হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানকার কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন জয় গোস্বামী। শরীরে অক্সিজেনের মাত্রা কম কিংবা অন্য কোনও জটিলতার খবর মেলেনি এখনও। করোনা পরীক্ষা হয়েছে তাঁর স্ত্রী কাবেরী গোস্বামী এবং মেয়ে দেবত্রীরও। কাবেরীদেবীও অসুস্থ বলে খবর। তাঁকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে। কবির শারীরিক পরিস্থিতিতে বেশ উদ্বিগ্ন অনুরাগী মহল।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১৭ই মে ২০২১ 
     

    3/related/default