করোনা সংক্রমণের সাপ্তাহিক হার প্রায় ১৮.১৭ শতাংশ কমেছে। সোমবার (১৭ মে) এমনটাই জানালো কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ২৬ দিন পর ভারতে দৈনিক করোনা সংক্রমণ ৩ লক্ষের নীচে, স্বাস্থ্য মন্ত্রকের তরফে এমনটাও জানানো হয়েছে। মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ২,৮১,৩৮৬ জন মানুষ গত ২৪ ঘণ্টায় নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।প্রসঙ্গত, রবিবারের তুলনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। রবিবার ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন আক্রান্ত হয়েছিলেন। এদিন আক্রান্তের সংখ্যা নেমে গিয়েছে ৩ লক্ষের নিচে। নিঃসন্দেহে এটি কিছুটা স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা অবশ্য বেড়েছে। রবিবার যেখানে ৪ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছিল সেখানে সোমবার হিসেব বলছে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছে।
আরশিকথা দেশ-বিদেশ
১৭ই মে ২০২১