আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হাসপাতালে বেডের অভাব, পরিস্থিতি সামলাতে গোশালায় কোভিড সেন্টার

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ

    গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটের প্রভাব পড়েছে গুজরাটেও। লাফিয়ে বাড়তে থাকা সংক্রমণে হাসপাতালে বেডের আকাল। পস্থিতিরি সামলাতে এবার এক গোশালাতে খোলা হয়েছে করোনা চিকিৎসা কেন্দ্র। এখানে অ্যালোপ্যাথির পাশাপাশি আয়ুর্বেদিক ওষুধও দেওয়া হচ্ছে রোগীদের। যা কিনা তৈরি হয়েছে গরুর দুধ ও গোমূত্র থেকে। গুজরাটের বনষ্কণ্ঠ জেলার তেতোড়া গ্রামে তৈরি হওয়া ‘বেদলক্ষণ পঞ্চগব্য আয়ুর্বেদ কোভিড আইসোলেশন সেন্টার’ নামের এই কেন্দ্রটি রাজারাম গোশালা আশ্রমের তত্ত্বাবধানে রয়েছে। গত ৫ মে থেকে এই কেন্দ্রটি খোলা হয়েছে। তবে কেবলমাত্র মৃদু উপসর্গের করোনা রোগীদেরই চিকিৎসা হচ্ছে এখানে। এখানকার চিকিৎসা পদ্ধতি প্রসঙ্গে ‘গোধাম মহাতীর্থ পথমেদা’র শাখা বনষ্কণ্ঠের ট্রাস্টি বোর্ডের এক সদস্য জানান, ‘‘এখানে আমরা মৃদু উপসর্গের করোনা রোগীদের চিকিৎসা করছি। রোগীদের আট রকম আয়ুর্বেদিক ওষুধ দেওয়া হচ্ছে। সেগুলি তৈরি হয়েছে দুধ, ঘি ও গোমূত্র দিয়ে।’’


    আরশিকথা দেশ-বিদেশ

    ৯ই মে ২০২১

     

    3/related/default