আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আরো বেশি টেকসই নতুন ১০০ টাকার নোট আনছে আর বি আই

    আরশি কথা

    নিজস্ব প্রতিবেদন,আরশিকথাঃ



    বাজারে নতুন ১০০ টাকার নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ৷ যা বর্তমান ১০০ টাকার নোটের তুলনায় অনেক বেশি টেকসই হবে অর্থাৎ সহজে ছিঁড়বে না, কাটবে না কিংবা জলেও ভিজে যাবে না। নিজেদের বার্ষিক রিপোর্টে নয়া ১০০ টাকার নোট বাজারে আনার কথা জানিয়েছে খোদ আরবিআই । বর্তমান নোটের মতোই দেখতে হবে নয়া ১০০ টাকার নোটটি। তবে তাতে থাকছে বিশেষ ফিচারও। দেশের শীর্ষ ব্যাংকের পক্ষ থেকে ওই রিপোর্টে জানানো হয়েছে, মোট ১০০ কোটি টাকা মূল্যের নতুন ১০০ টাকার নোট বাজারে আনা হবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেই নোট ছাপা। কিন্তু কী নয়া ফিচার থাকছে এই নোটে? জানা গিয়েছে, এই নোটে আলাদা করে ভার্নিসের আস্তরণ থাকবে। যা নোটটিকে আগের তুলনায় আরও বেশি টেকসই করে তুলবে। 


    আরশিকথা দেশ-বিদেশ

    ২৯শে মে ২০২১

    3/related/default