আরটি-পিসিআর টেস্টের জন্য সোয়াব সংগ্রহ করার ঝক্কি মেটাতে দুর্দান্ত আবিষ্কার নাগপুরের ন্যাশনাল এনভাইরনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের। এবার স্রেফ গার্গেল করলেই মাত্র তিন ঘণ্টায় হাতে আসবে করোনা রিপোর্ট। বিজ্ঞানের ভাষায় এই আবিষ্কারের নাম দেওয়া হয়েছে স্যালাইন গার্গেল আরটি-পিসিআর মেথড। গবেষকদের দাবি, করোনা পরীক্ষার ক্ষেত্রে এর একাধিক উপকারিতা রয়েছে। প্রথমত, অত্যন্ত সহজ পদ্ধতিতে পরীক্ষা করা সম্ভব। দ্বিতীয়ত, খুব তাড়াতাড়ি এর রিপোর্ট পাওয়া যাবে। তৃতীয়ত, এই টেস্টে খরচও অনেক কম। আর সর্বোপরি, যাঁরা সোয়াব টেস্ট করতে নাক সিঁকটোন, তাঁদের জন্য এটি অনেক বেশি সহজ পদ্ধতি। তাছাড়া, গ্রামের দিকে, যেখানে চিকিৎসা পরিকাঠামো অনুন্নত এবং স্বাস্থ্যকর্মীর অভাব, সেখানে অতি অনায়াসে বেশি পরিমাণে করোনা টেস্ট সম্ভব হবে স্যালাইন গার্গেল আরটি-পিসিআর মেথডের মাধ্যমে।
আরশিকথা দেশ-বিদেশ
২৯শে মে ২০২১