Type Here to Get Search Results !

করোনা : ভারতে অক্সিজেন সিলিন্ডার পাঠালো সিঙ্গাপুর

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


করোনা মোকাবিলায় ভারতের পাশে বিশ্বের একাধিক দেশের পাশাপাশি সাহায্যের হাত বাড়াল সিঙ্গাপুর। ভারতীয় বায়ুসেনার চারটি বিমান সিঙ্গাপুর থেকে অক্সিজেন সিলিন্ডার  নিয়ে এসেছে চেন্নাইয়ে। তামিলনাড়ুতেও করোনা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। রাজ্যের সরকারি-বেসরকারি হাসপাতালগুলিতে ওই অক্সিজেন সিলিন্ডারগুলি সরবরাহ করা হবে। একইভাবে কাতার ও সিডনি থেকেও ভারতে আসছে মেডিক্যাল সরঞ্জাম।করোনা মোকাবিলায় আগেই ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্বের একাধিক দেশ। আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন-সহ নানা দেশ ভারতকে অক্সিজেন কনসেনট্রেটর, সিলিন্ডার-সহ নানা মেডিক্যাল সরঞ্জাম পাাঠাচ্ছে। এবার সেই তালিকায় নবতম সংযোজন সিঙ্গাপুর। করোনা মোকাবিলায় ভারতের পাশে দাঁড়িয়েছে কাতার ও অস্ট্রেলিয়া সরকারও। জানা গিয়েছে ওই দুই দেশ থেকেও বিপুল পরিমাণ মেডিক্যাল সরঞ্জাম ভারতে পাঠানো হবে শীঘ্রই।


আরশিকথা দেশ-বিদেশ

১৪ই মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.