গত চারদিনে গোয়াতে অক্সিজেনের অভাবে মৃত্যু হল ৭৪ জন করোনা রোগীর। সবচেয়ে বড় কোভিড হাসপাতাল গোয়া মেডিক্যাল কলেজেই ঘটেছে মর্মান্তিক এই ঘটনা। যা জানার পর গোটা দেশজুড়ে হইচই পড়ে গেছে। গোয়ায় গত কয়েকদিনে অক্সিজেনের সংকট যে ভয়াবহ জায়গায় পৌঁছেছে, তা আন্দাজ করা যাচ্ছিল। তা সত্ত্বেও রাজ্য সরকার কোনও পদক্ষেপ নেয়নি। ফলস্বরূপ গোয়া মেডিক্যাল কলেজে মঙ্গলবার থেকে শুরু হয়েছে মৃত্যুমিছিল। গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অক্সিজেনের অভাবে গত মঙ্গলবার মৃত্যু হয়েছে ২৬ জনের, বুধবার ২১ জন প্রাণ হারিয়েছেন, বৃহস্পতিবার প্রাণ হারান ১৫ জন, আর শুক্রবার সেই সংখ্যাটা ছিল ১৩ জন। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। শুক্রবার ১৩ জন রোগীর মৃত্যুর পরই মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং নোডাল অফিসারের নামে মামলা দায়ের করে গোয়া ফরোয়ার্ড পার্টি।
আরশিকথা দেশ-বিদেশ
১৪ই মে ২০২১