আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তথাগত রায়ের 'নগরীর নটী' মন্তব্যে শ্রাবন্তীদের পাশে দাঁড়ালেন সহকর্মীরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ

    ফের বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় বিদ্ধ হলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি'র বর্ষীয়ান নেতা তথাগত রায়।  বিজেপির তারকা প্রার্থীদের ‘নগরীর নটী’ বলে তাঁদের পরাজয় নিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন তিনি। এবার তাঁর টুইটের পালটা জবাব দিতে সহকর্মীদের হয়ে নামলেন টলিউডের অন্যান্য অভিনেতা, অভিনেত্রীরা। আর যাঁরা প্রতিবাদ করলেন, তাঁদের বেশিরভাগই ঘাসফুল শিবিরের বিজয়ী প্রার্থী, সাংসদ। উল্লেখ্য,এবারে বাংলার ভোটে বেশ কিছু তারকা প্রার্থীকে লড়াইয়ে নামিয়েছিল গেরুয়া শিবির। রুপোলি পর্দার জনপ্রিয় মুখ শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার, পার্নো মিত্র, যশ দাশগুপ্ত, রুদ্রনীল ঘোষরা বিজেপির হয়ে লড়াই করেছেন। তবে তাঁদের অধিকাংশই ব্যর্থতার মুখ দেখেছেন। এ নিয়ে দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় তুলতে গিয়ে বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় প্রার্থীদের প্রতিই কার্যত অবমাননাকর মন্তব্য করে বসেছেন। টুইটে তিনি শ্রাবন্তী, পায়েল, পার্নোদের ‘নগরীর নটী’ বলেছেন। তৈরি হয়েছে নয়া বিতর্ক। এবার একজোট হয়ে তারই জবাব দিলেন তারকারা। রাজনৈতিক বিভাজন ভুলে সহকর্মীদের প্রতি অপমানজনক মন্তব্য নিয়ে মুখ খুলে তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সোচ্চার হলেন নুসরত, শ্রীলেখারা।


    আরশিকথা দেশ-বিদেশ

    ৪ঠা মে ২০২১
     

    3/related/default