রাজ্যে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে প্রতিদিন বিভিন্ন পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জনসাধারণের মধ্যে আরো সচেতনতা বাড়ানোর জন্য করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ গঠন করা হয়েছে। এই গ্রুপ গঠন করা হয়েছে রাজ্য, জেলা, ব্লক, আগরতলা পুর নিগম, নিগমের বিভিন্ন ওয়ার্ড, রাজ্যের বিভিন্ন নগর সংস্থা, পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি পর্যায়ে। রাজ্যভিত্তিক করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপে রয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা রাজস্ব মন্ত্রী নরেন্দ্র দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, রাজ্যের দুই সাংসদ এবং ত্রিপুরা রাজ্যসভার সাংসদ, মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, রাজস্ব দপ্তরের সচিব এবং এই কমিটির আহ্বায়ক হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৭শে মে ২০২১