সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তাদের বিভিন্ন আন্দোলন কর্মসূচি জারি রেখেছে। শুক্রবার সংগঠনের পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে পোস্টারিং কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে বিভিন্ন দাবিতে বিক্ষোভও দেখানো হয়। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস।
তিনি বলেন ২৬ মে কালা দিবস পালন কর্মসূচিতে অন্যান্য সংগঠনগুলির সঙ্গে নারী সমিতিও অংশ নিয়েছিল। শুক্রবার তারা পোস্টারিং কর্মসূচি পালন করেন পূর্ব আগরতলায়। তাদের দাবির মধ্যে রয়েছে কালো কৃষি আইন বাতিল করা, বিদ্যুৎ বিল ও চারটি শ্রম কোড বাতিল করা। এছাড়া কোভিড সংক্রান্ত দাবিগুলোর মধ্যে রয়েছে সবাইকে টিকাকরণের আওতায় আনা, অক্সিজেনের অভাব দূর করা, চিকিৎসা ব্যবস্থায় অপ্রতুলতা দূর করা, গরিব মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করা ও প্রতিটি পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করাসহ আরো কিছু। বর্তমান করোনা পরিস্থিতির জন্য রমা দাস কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ২০১৪ সালের ২৬ মে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেছিলেন। তাই এই দিনটিকে কালো দিবস পালনের জন্য চিহ্নিত করা হয়েছে। নারী সমিতির আন্দোলন আগামী দিনগুলিতেও জারি থাকবে বলে জানান তিনি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৮শে মে ২০২১