জিবি ফাঁড়ির অধীন চানমারিতে নিখোঁজ নাবালিকার পাশে দাঁড়িয়েছে মহিলা কংগ্রেস। অভিযুক্তকে খুঁজে বের করা এবং উপযুক্ত শাস্তির পাশাপাশি নাবালিকাকে শীঘ্রই উদ্ধারের দাবি জানায় মহিলা কংগ্রেস। এ বিষয়ে তারা রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। শনিবার কংগ্রেস ভবনে এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন দলের প্রবীণ নেতৃত্ব লক্ষ্মী নাগ। তিনি বলেন ৫ দিন আগে ১৭ বছরের নাবালিকা অপহরণ করা হয়েছিল এখন পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। অভিযুক্ত বাবুল সরকারকে আটক করতে ব্যর্থ পুলিশ। মহিলা কংগ্রেসে এক প্রতিনিধি দল নাবালিকার বাড়িতে গিয়ে পুরো ঘটনা সম্পর্কে অবগত হন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। প্রতিনিধি দলে ছিলেন শ্রীমতী নাগ ছাড়াও নিবেদিতা রায় ও শ্রেয়সী লস্কর। শ্রীমতী নাগ আরো জানান, অভিযুক্ত যুবকের বাড়ি ফটিকছড়ি। সেখানে একটি দোকানে কাজ করে বাবুল । বাবুলকে অবিলম্বে গ্রেফতার করে নাবালিকাকে উদ্ধারের দাবি জানায় মহিলা কংগ্রেস। এদিন সাংবাদিক সম্মেলনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন মহিলা কংগ্রেসের নেত্রী। পাশাপাশি রাজ্যজুড়ে অপরাধমূলক ঘটনা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৯শে মে ২০২১