Type Here to Get Search Results !

৫০০ টাকার জাল নোটের পরিমাণ ক্রমবর্ধমান : রিজার্ভ ব্যাংক

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


দেশজুড়ে ক্রমেই বাড়ছে ৫০০ টাকার জাল নোটের পরিমাণ। সদ্য প্রকাশিত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বার্ষিক রিপোর্টে ফুটে উঠে উঠেছে এমনই আশঙ্কার ছবি। ২০২০-২১ সালের রিপোর্ট অনুযায়ী, গত অর্থবর্ষের তুলনায় জাল ৫০০ টাকার নোট বেড়েছে ৩১.৩ শতাংশ। অন্যান্য নোটের ক্ষেত্রে জাল নোটের পরিমাণ কিন্তু কমেছে। উদ্বেগ মূলত ৫০০ টাকার নোট নিয়েই। দেখা যাচ্ছে, ২০১৯-২০ সালে যেখানে চিহ্নিত হওয়া মোট জাল নোটের মূল্য ছিল ২ লক্ষ ৯৭ হাজার টাকা। সেখানে তা এবছরের হিসেবে কমে হয়েছে ২.০৯ লক্ষ টাকা।প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ নভেম্বর রাত আটটায় দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোটবন্দির ঘোষণা করেন। রাতারাতি বাতিল হয়ে যায় চালু ৫০০ ও ১ হাজার টাকার নোট। মূলত কালোবাজারি রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। এরপর বাজারে আসে ৫০০ টাকার নতুন নোট। সেই সময় বলা হয়েছিল, এই নতুন নোটে এমন কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যার ফলে একে সহজে নকল করা যাবে না। কিন্তু পরিসংখ্যান বলছে, গত কয়েক বছর ধরেই বেড়ে চলেছে জাল ৫০০ টাকার নোটের পরিমাণ।


আরশিকথা দেশ-বিদেশ

২৯শে মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.