আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনায় অনাথ হওয়া শিশুদের দায়িত্ব নিল কেন্দ্র, মিলবে এককালীন ১০ লক্ষ টাকা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    যে শিশুদের বাবা এবং মা, দুজনেই  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  মারা গেছেন, তাদের দায়িত্ব নিল কেন্দ্রীয় সরকার। পিএম কেয়ার্স তহবিল থেকে তাদের মাসিক ভাতা জন্য লেখাপড়ার জন্য সাহায্য করা হবে। শনিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে এই ঘোষণা করা হয়েছে৷ শুক্রবার করোনায় বাবা-মা হারানো শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে অনাথ শিশুদের দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যেই বড় ঘোষণা করল মোদী সরকার। কেন্দ্র জানিয়েছে, যে সব শিশুর বাবা-মা দু’জনেরই মৃত্যু হয়েছে, তাদের ১৮ বছর বয়স হলেই পরের পাঁচ বছর পর্যন্ত তারা মাসিক ভাতা পাবে। ২৩ বছর বয়স হলে তারা এককালীন ১০ লক্ষ টাকা পাবে৷ আরও জানানো হয়, ১৮ বছর বয়স পর্যন্ত তারা কেন্দ্রের আয়ুষ্মাণ ভারত প্রকল্পের আওতায় পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার সুবিধা পাবে । বিমার প্রিমিয়ামের টাকাও দেবে কেন্দ্র।

    শুধু তাই নয়, এই শিশুদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থাও করা হবে৷ দশ বছরের নীচে যাদের বয়স তাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা করা হবে৷ অথবা বেসরকারি স্কুলে পড়লে যাবতীয় খরচ বহন করা হবে পিএম কেয়ার্স ফান্ড থেকেই৷ এছাড়া, এই শিশুরা বড় হওয়ার পর তাদের উচ্চশিক্ষার জন্যেও বিনা সুদে শিক্ষা ঋণের ব্যবস্থা করবে কেন্দ্র।


    আরশিকথা দেশ-বিদেশ

    ২৯শে মে ২০২১

     

    3/related/default