আগামী সোমবার থেকে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় জারি করা হল কারফিউ। সোমবার ভোর পাঁচটা থেকে শুরু হবে কারফিউ। ১৪ দিনের জন্য এই কারফিউ জারি করা হয়েছে। গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে ত্রিপুরায়ও কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে ক্রমশই বাড়ছিল সংক্রমিতের সংখ্যা।আগরতলা পুর নিগম এলাকায়ও প্রতিদিন হু হু করে বাড়ছিল কোভিড পজেটিভ রোগীর সংখ্যা। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মৃত্যুর মিছিলও। এই অবস্থায় শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই দাবি উঠেছিল কারফিউ কিংবা লকডাউনের। শেষ পর্যন্ত করোনা সংক্রমণের এই বাড়বাড়ন্তের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৫ই মে ২০২১